পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বাবা হওয়ার সুখবর জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেন বাঁহাতি এই পেসার। এর আগে সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের ড্রাফটে আগেভাগেই দল পেয়েছেন শরিফুল। তার একদিন পরেই পেলেন বড় সুসংবাদ।
ফেসবুক পোস্টে শরিফুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন শরিফুল। ১১ বছর পর বিপিএলে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটাররা।
এদিকে আগামী ২১ অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বুধবার (১৬ অক্টোবর) থেকেই হয়তো প্রস্তুতি শুরু করবেন শরিফুল।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হবে ২১ অক্টোবর, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।