বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে দু’টি ম্যাচ ছিল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং ঢাকা আবাহনী ৬-১ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে পরাজিত করেছে।
ফকিরেরপুল প্রথম লেগের শেষ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল। সেই ফকিরেরপুল দ্বিতীয় লেগের প্রথম ম্যাচের শুরুটা ভালো ছিল। ১৪ মিনিটে সায়েম হোসেনের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। আবাহনীর সমতা আনতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। অধিনায়ক হৃদয়ের গোলে প্রথমার্ধে সমতা নিয়ে ড্রেসিংরুমে ফেরে আবাহনী।
দ্বিতীয়ার্ধে অবশ্য কোচ মারুফুল হকের দল পাঁচটি গোল আদায় করে। এই লিগে আবাহনী আজকের ম্যাচই সর্বোচ্চ গোল করেছে। ৫৪ মিনিটে অধিনায়ক হৃদয়ের সহযোগিতায় এনামুল গাজী আবাহনীকে লিড এনে দেন। ৭ মিনিট পর তিনি আবার গোল করেন। ৭৮ মিনিটে আবাহনীর হয়ে চতুর্থ গোল করেন ইব্রাহিম। জাফর ইকবাল ও মিরাজুল একটি করে গোল করলে আবাহনী বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
আবাহনী প্রথম লেগে মাত্র একটি গোল হজম করেছিল। মোহামেডানের সুলেমান দিয়াবাতে আবাহনীর জালে বল পাঠিয়েছিল। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ফকিরেরপুল আবাহনীর জালে বল পাঠাতে সক্ষম হয়। আবাহনী ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ২৭ পয়েন্টে এককভাবে শীর্ষে। ফকিরেরপুল নয় পয়েন্ট নিয়ে অস্টম স্থানে।
দিনের আরেক ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে। এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। সমানসংখ্যক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্টে সবার নিচে।
তিন সপ্তাহ পর গতকাল দ্বিতীয় লেগ শুরু হয়েছে। মাত্র এক রাউন্ড হয়েই দেড় মাসের বেশি বিরতিতে থাকবে লিগ। দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড ১১ এপ্রিল আরম্ভ হবে। ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এজন্য ২৮ ফেব্রæয়ারি থেকে জাতীয় দলের প্রস্তুতির জন্য বিরতি। আবার ২৫ মার্চ খেলা শেষে রমজানের ঈদের জন্যও বিরতি রয়েছে।
দ্বিতীয় লেগ শুরু হলেও মধ্যবর্তী দলবদল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দলবদলের মধ্যে খেলা এবারই প্রথম চলেছে। যদিও বিশ্ব ফুটবলের সংস্কৃতিতে এটা বেশ নিত্য নৈমত্তিক ঘটনাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।