পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাচ্ছেন বাংলাদেশি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার স্পিনার। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেই বাজিমাত করছেন ২১ বছর বয়সী রিশাদ।
সবচেয়ে বড় কথা, পিএসএলে অন্তত ১০ উইকেট পাওয়া বোলারদের তালিকায় এখনো দুটি গুরুত্বপূর্ণ রেকর্ডে শীর্ষে আছেন রিশাদ। এক, সবচেয়ে কম স্ট্রাইক রেটে উইকেট নেয়া বোলার। প্রতি ১০ বলে একটি করে উইকেট তুলে নিয়েছেন তিনি। দুই, সবচেয়ে কম বোলিং গড়। প্রতি উইকেটের খরচ মাত্র ১৫.১৬ রান।
এই দুটি কীর্তির হাত ধরেই লাহোর কালান্দার্সকে টেনে তুলেছেন ফাইনালে।
শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে রান বন্যার ম্যাচে কিছুটা খরুচে হলেও কাজের কাজটা করেছেন রিশাদ। তিন ওভার বল করে ৪টি ছক্কা হজম করেছেন ঠিকই, কিন্তু তুলে নিয়েছেন তিনটি মূল্যবান উইকেট। সালমান আলি আঘা, শাদাব খান ও জিমি নিশামের মতো ভয়ংকর ব্যাটারদের ফিরিয়ে দিয়েছেন।
এর আগে টপ অর্ডার ভেঙে দিয়েছিলেন সালমান মির্জা ও শাহিন আফ্রিদি। মিডল অর্ডারে রিশাদ এসে যেভাবে ধস নামান, তাতেই পাল্টে যায় ম্যাচের মোড়।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। তার পারফরম্যান্স লাহোর শিবিরে ভরসার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেয়ার ক্ষমতা তাকে বানিয়েছে দলের তুরুপের তাস।
আগামীকাল (২৫ মে) ফাইনালে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। সেখানে রিশাদের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করতেই পারে দল ও সমর্থকরা। আর রিশাদও জানিয়েছেন শিরোপা জয়ে রাখতে চান বড় ভূমিকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।