ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। গত মঙ্গলবার (২৭ মে) বার্মিংহামে বাংলাদেশ দূতাবাসে বায়োমেট্রিক প্রক্রিয়াও শেষ করেছিলেন তিনি। এবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ ছিল। ফুটবল ফেডারেশনেরও তার দিকে নজর ছিল অনেক দিন ধরেই। শেষমেষ তিনিও গায়ে জড়াতে যাচ্ছেন বাংলাদেশের জার্সি। লাল-সবুজের জার্সিতে খেলতে আর বাঁধা নেই এই ফুটবলারের।
কিউবা মিচেল একজন স্বাভাবিক সেন্ট্রাল মিডফিল্ডার। খেলার গতি নিয়ন্ত্রণে তিনি বিশেষ দক্ষ। ড্রিবলিং, শর্ট পাসিং, কুইক ট্রাঞ্জিশন সবদিক দিয়েই তিনি পরিপূর্ণ। পাশাপাশি তার টার্ন নেয়ার ক্ষমতা ও ক্লোজ কন্ট্রোলে বল ধরে প্রতিপক্ষকে বোকা বানানোর দক্ষতাও প্রশংসনীয়। ডায়াগনাল পাসে পজিশন সুইচ করতেও দারুণ পটু। সেই সঙ্গে ট্যাকলিংয়েও যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন।
এই সব গুণাবলি তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ব্যবহার করা যেতে পারে তাকে। তাই জাতীয় দলে কিউবা মিচেলের যোগদান নিঃসন্দেহে শক্তি বাড়াবে মিডফিল্ডে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।