ঢাকাSaturday , 14 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানে সাফল্যের বোনাস পেলেন শান্ত-মুশফিকরা

Sahab Uddin
September 14, 2024 10:41 pm
Link Copied!

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই সাফল্যে ক্রিকেটারদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ক্রিকেটারদের হাতে এই অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার রীতি নতুন নয়। সব সময় অবশ্য ঘটা করে সেটি দেওয়া হয় না। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে এবার আয়োজন করেই বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। প্রত্যেক ক্রিকেটার ২০ লাখ টাকা পেলেন।

এসিসির সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফেরার পর ক্রিকেটারদের বোনাস নির্ধারিত হয়। আজ বিকেল ৪টায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শান্ত-মুশফিকদের হাতে এই বোনাসের টাকা তুলে দেওয়া হয়েছে।

ক্রিকেটারদের বোনাস দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটারদের চুক্তিতে একটা উইনিং বোনাস আছে। ওটা এখন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটাই মূল অনুষ্ঠান ছিল। ক্রিকেটাররা ওদের এই পুরস্কারের অংশ থেকে বন্যা গেলো, ছাত্র জনতারা কঠিন সময় পার করেছে ওদের জন্য দেবে। আর একটা উদ্দেশ্য ছিল, ক্রিকেটারদের উজ্জীবিত করা।’

র‌্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে ভিন্ন অঙ্কের বোনাস পাওয়ার রেওয়াজ আছে। পাকিস্তান টেস্ট র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবং বাংলাদেশ সিরিজ জেতায় বোনাসের অঙ্ক বেড়েছে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ে ১-৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ম্যাচ প্রতি ৪ লাখ টাকা করে বোনাস পান ক্রিকেটাররা। এটা ম্যাচ ফির ৬ লাখ টাকার বাইরে। এবার দুই ম্যাচ জেতায় ক্রিকেটাররা ৮ লাখ টাকা পাবেন। সঙ্গে সিরিজ জয়ের জন্য বাড়তি আরও ৪ লাখ টাকা যোগ হচ্ছে। চুক্তি অনুযায়ী এই ১২ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা।

এর বাইরে বোর্ড সভাপতির তরফ থেকে দুটি বোনাস ঘোষণা করা হয়েছে। যাতে করে সংখ্যাটা দাঁড়িয়েছে ২০ লাখে।

শুধু ক্রিকেটাররা নন, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদেরও বোনাস দেওয়া হয়েছে। কোচরা যার যার চুক্তি অনুযায়ী বোনাস পেয়েছেন। ম্যানেজরারসহ বাকিরা বিসিবির তরফ থেকে বিশেষ বোনাস পেলেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।