ঢাকাThursday , 15 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানে রানপাহাড়ের চাপে মুশফিক-মুমিনুলরা

BDKL DESK
August 15, 2024 1:14 am
Link Copied!

ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশ করেছে বাংলাদেশ ‘এ‘ দল। প্রথম দিন ১২২ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান শাহিনসকে চাপে ফেলতে বোলারদের অভাবনীয় কিছু করতে হতো। কিন্তু পারেননি হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবরা। পাকিস্তান ৪ উইকেটে ৩৬৭ রানে দিন শেষ করেছে। ২৪৫ রানে পিছিয়ে আছে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দল।
২ রানে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান শাহিনস। দলীয় ২১ রানে সাইম আইয়ুবকে (১১) ফিরিয়ে দেন তানজিম। তারপর ওপেনার মোহাম্মদ হুরাইরা ও উমর আমিন শক্ত হাতে বাংলাদেশের দলকে শাসান। ৯৬ রানের জুটি গড়েন তারা। ১৫১ বলে ৩৯ রানে থামেন হুরাইরা।
এরপর সৌদ শাকিল ও উমরের ১৯৫ রানের জুটিতে বাংলাদেশ বিপাকে পড়ে। দুজনকেই হাসান মুরাদ প্যাভিলিয়নে পাঠালেও ততক্ষণে বাংলাদেশ ‘এ’ দল পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়।
উমার ১৭৭ রান করেন। শাকিলের ব্যাটে আসে ৭৬ রান। দুজনই জাকির হাসানের কাছে স্টাম্পিং হন।
১০ রানের ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে কামরান গুলাম ও সাদ খান ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন। ২০ রানে কামরান ও ৩১ রানে সাদ অপরাজিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।