বৃষ্টির কারণে প্রথম দুই দিন ভেসে যাওয়ার পর এই ম্যাচের ইতিবাচক ফলাফলের আশা শেষ হয় আগেই। তৃতীয় দিন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা দাপট দেখানোর পর শেষ দিন শক্ত জবাবই দিল পাকিস্তান শাহিন্স। মাঝে দুর্দান্ত এক ইনিংস খেলা জাকের আলি অনিক আশা জাগিয়ে মিস করলেন ডাবল সেঞ্চুরির সুযোগ। ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের দ্বিতীয় চারদিনের ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ের মধ্য দিয়ে। তাতে সিরিজও ড্র হয়েছে।
৬ উইকেটে ৩৪৬ রান শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় তানজিম হাসান সাকিবের উইকেট। তরুণ এই পেসার দুটি চারে করেন ১০ রান। তাসকিন আহমেদও বেশি টিকতে পারেননি। ১৩৬ রান নিয়ে আগের দিন অপরাজিত থাকা জাকের আলি তাই বিগ হিট নিয়ে রান বাড়ানোর দিকে মনোযোগ দেন। এই কাজে তাকে একপ্রান্তে ভালো সঙ্গ দেন হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার ৬ রান করেন ২৮ বলে।
এই ম্যাচে কোনো দলের জয়-পরাজয়ের সম্ভাবনা না থাকায় জাকের আলির ডাবল সেঞ্চুরির জন্যই বাংলাদেশ দলের ছিল অপেক্ষা। তবে অতি আগ্রাসী হতে গিয়ে শেষ পর্যন্ত ২৮ রান দূরে থাকতে থামতে হয় তাকে। তবে তার আগে খেলেন ১৭২ রানের অসাধারণ এক ইনিংস, যা তিনি সাজান ১৩ চার ও ৪ ছক্কায়। বল খেলেন ২৮৬টি। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৪০৪ রান করে।
বাংলাদেশের দেওয়া ৪০৪ রানের জবাবে খাতা খোলার আগেই শাহিন্স হারায় তাদের প্রথম উইকেট। ইমাম-উল-হককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ। এরপর তিনে নামা কামরান ঘুলামকে ৩৪ রানে বোল্ড করেন তানজিম সাকিব।
শাহিন্সের এই ম্যাচের সেরা ব্যাটার ওপেনার আলি জারিয়াব একপ্রান্তে অবশ্য সাবলীল ব্যাটিং চালিয়ে যান। তুলে নেন সেঞ্চুরিও। ১১৭ রান করার পর মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। মাঝে সাদ খানকে ফেরান রুয়েল মিয়াহ। শাহিন্স ৬৫ ওভারে চার উইকেটে করে ২৮১ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।