জুনিয়র হকি এশিয়া কাপে বাংলাদেশ জয়ের ধারা ধরে রাখতে পারেনি। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মাসকাটে বাংলাদেশ ০-৬ গোলে পাকিস্তানের বিপক্ষে হেরেছে।
পাকিস্তান হকিতে বাংলাদেশের চেয়ে অনেক সূচকেই এগিয়ে। খেলার মাঠে সেটা আজ আবারও প্রমাণ হয়েছে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোলশূন্য ড্র রাখতে পেরেছিল। এর পরের তিন কোয়ার্টারে আর সেভাবে প্রতিরোধ করতে পারেনি। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম লিড পায় পাকিস্তান। খুব দ্রুতই স্কোরলাইন দ্বিগুণ করেন মোহাম্মদ আম্মাদ। ৩২ ও ৪৩ মিনিটে সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে আরও দুটি গোল করেন। ৫১ মিনিটে রানা ওয়ালিদ পঞ্চম গোল করলে বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার। ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন হায়াত জিকরিয়া।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। জুনিয়র এশিয়া কাপে দশ দলের মধ্যে শীর্ষ ছয় দল জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সেই লক্ষ্যে বি গ্রুপে তৃতীয় হতে চায়। স্বাগতিক ওমানকে হারানোর পর বাংলাদেশের পরবর্তী লক্ষ্য চীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।