ঢাকাThursday , 20 July 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানের দরকার ৮৩ রান, শ্রীলংকার ৭ উইকেট

parag arman
July 20, 2023 12:38 am
Link Copied!

গল-এ সিরিজের প্রথম টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন আরও ৮৩ রান করতে হবে সফরকারী পাকিস্তানকে। অন্যদিকে,শ্রীলংকার প্রয়োজন ৭ উইকেট।শ্রীলংকার ছুঁেড় দেয়া ১৩১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান।

প্রথম ইনিংসে শ্রীলংকার ৩১২ রানের জবাবে ৪৬১ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে ১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৪ রান করেছিলো শ্রীলংকা। ১০ উইকেট হাতে নিয়ে ১৩৫ রানে পিছিয়ে ছিলো লংকানরা। ওপেনার নিশান মাদুশকা ৮ ও অধিনায়ক দিমুথ করুনারতেœ ৬ রানে অপরাজিত ছিলেন।

আজ চতুর্থ দিন, দলীয় ৪২ রানে মাদুশকা ও করুনারতœকে বিচ্ছিন্ন করেন পাকিস্তানের ডান-হাতি লেগ স্পিনার আবরার আহমেদ। ২০ রানে বিদায় নেন করুনারতেœ। এরপর শ্রীলংকাকে চাপে ফেলেন বাঁ-হাতি স্পিনার নোমান আলি। শ্রীলংকার রান ১শতে পৌঁছানোর আগে ৩ উইকেট তুলে নেন নোমান। কুশল মেন্ডিস ১৮, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭ ও মাদুশকা ৫২ রানে নোমানের শিকার হন।

মিডল অর্ডারে দিনেশ চান্ডিমাল ২৮ ও উইকেটরক্ষক সাদিরা সামারাবিক্রমা ১১ রানে শিকার করে শ্রীলংকাকে আরো চাপে ফেলে দেন পাকিস্তানের আরেক অফ-স্পিনার আগা সালমান । এতে ১৭৫ রানে ষষ্ঠ উইকেট হারায় লংকানরা।

সপ্তম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা ও রমেশ মেন্ডিস। রমেশকে ৪২ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন আবরার।

এরপর ধনাঞ্জয়াকে ৮২ রানে শিকার করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১১৮ বল খেলে ১০টি চার ও ২টি ছক্কা মারেন ডি সিলভা।

দলীয় ২৬৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে ডি সিলভার আউটের পর বেশিক্ষণ টিকেনি শ্রীলংকার ইনিংস। ২৭৯ রানে গুটিয়ে যায় লংকানরা। এতে পাকিস্তানকে ১৩১ রানের টার্গেট দেয় শ্রীলংকা। পাকিস্তানের আবরার-নোমান ৩টি করে উইকেট নেন।

১৩১ রানের টার্গেটে দিন শেষে ১৫ ওভার ব্যাট করার সুযোগ পায় পাকিস্তান। ৪৮ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ৮ ও শান মাসুদ ৭ রান করে শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার শিকার হন। রানের খাতা খোলার আগেই রান আউট হন নাইটওয়াচম্যান নোমান।

আরেক ওপেনার ইমাম উল হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রানে অপরাজিত আছেন। লংকার জয়সুরিয়া ২ উইকেট নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।