২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট নিশ্চিত করার দারুণ এক সুযোগ ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারত লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচে ৭ উইকেটের পরাজয় বরণ করতে হয়েছে নিগার সুলতানার দলকে।
পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপের দরজা খুলে দিত। কিন্তু শক্তিশালী পাকিস্তানের বোলিং ও ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ৭ উইকেটের পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
তবে এই হারেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার আশা একেবারে শেষ হয়ে যায়নি। এখনো সম্ভাবনা টিকে আছে। এখন বাঘিনীদের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে বাছাইপর্বের অন্য একটি ম্যাচের ফলাফলের উপর। ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলের দিকেই এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে বাংলাদেশ শেষ পর্যন্ত সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে কিনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।