ঢাকাFriday , 20 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে বেধড়ক পিটিয়ে অস্ট্রেলিয়ার রান পাহাড়

Sahab Uddin
October 20, 2023 6:36 pm
Link Copied!

ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপ শুরু করেছিল প্রথম দুই ম্যাচে হার দিয়ে। তবে ক্রিকেটীয় ঐতিহ্য আর প্রাচুর্য্যে ভরপুর অজিরা এরপরই ঘুরে দাঁড়িয়েছে প্রবল প্রতাপে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ৮৮ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়ার পর আজ মুখোমুখি হয়েছে পাকিস্তানের। বেঙ্গালুরুতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইতিহাস সৃষ্টি করেছেন দুই অজি ওপেনার। পাকিস্তানি বোলারদের তুলোধুনা করে দুজনেই হাঁকিয়েছেন শতক, তাতে ভেঙেছেন বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এ দুজনের বিধ্বংসী জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে অজিরা গড়েছে রান পাহাড়, পেয়েছে ৩৬৭ রানের সংগ্রহ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছেন ওয়ার্নার এবং মার্শ। তাদের বিধ্বংসী ব্যাটিংয়েই আজ ভেঙেছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১১ বিশ্বকাপে এই ব্যাঙ্গালুরুর মাঠেই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৮৩ রানের জুটি গড়েছিলেন শেন ওয়াটসন এবং ব্র্যাড হ্যাডিন। আর আজ দুই অজি ওপেনার মিলে স্কোরবোর্ডে তুলেন ২৫৯ রান।

পাকিস্তানি বোলারদের তুলোধুনা করে আজ পাওয়ার প্লেতেই ৮২ রান তুলেছেন দুই অজি ওপেনার। মারমুখী ব্যাটিংয়ে ৩৯ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ওয়ার্নার। এর পরপরই ৪০ বলে ফিফটি তুলে নেন মার্শও। এ দুজন মিলে আজ ৭৫ বল খেলেই স্কোরবোর্ডে তুলেন ১০০ রান।

ও্যার্নার এবং মার্শের সামনে আজ পাকিস্তানি বোলারররা ছিলেন একেবারে ছন্নছাড়া। পাওয়ার প্লে তে শাহিন আফ্রিদি মিতব্যয়ী থাকলেও বাকি সবাই ছিলেন খরুচে। এদিকে একের পর এক বাউন্ডারিতে আজ ওয়ার্নার নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ৮৫ বলেই। এরপর মার্শও নিজের ব্যক্তিগত শতক তুলে নিয়েছেন ১০০ বল খেলে।

ওয়ার্নার- মার্শের উদ্বোধনী জুটি আজ ভেঙেছেন শাহিন আফ্রিদি। দলীয় ২৫৯ রানে শাহিনের বলে ক্যাচ তুলে দিয়ে উসামা মীরের ক্যাচে পরিণত হন মার্শ। সাজঘরে ফেরার আগে করেছেন ১০৮ বলে ১০ চার এবং ৯ ছয়ে ১২১ রান। আর বিশ্বকাপ ইতিহাসে এটিই এখন দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি।

এদিকে ম্যাচের পরিস্থিতি বুঝে আজ গ্লেন ম্যাক্সওয়েলকে তিনে নামিয়েছিল অজি টিম ম্যানেজম্যান্ট। তবে মারকুটে এ ব্যাটার হতাশ করেছেন আজও। মার্শ আউট হওয়ার পরের বলেই ক্যাচ তুলে দিয়ে তিনিও শূন্য রানেই ফিরেছেন সাজঘরে। পরপর দুই উইকেট হারিয়ে তাই কিছুটা কমে আসে অস্ট্রেলিয়ার রানের গতি।

ম্যাক্সওয়েলের পর মাঠে ওয়ার্নারের সঙ্গী হন স্মিথ। ৭ রান করে তিনিও ফিরেছেন দলীয় ২৮৪ রানেই। এদিকে দ্রুত ৩ উইকেট হারালেও আজ ওয়ার্নারকে ফেরাতে পারেনি পাকিস্তানি বোলাররা। অজি ওপেনার ১১৬ বলে করেন ১৫০ রান। তাঁর সামনে সুযোগ ছিল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার নিজের রেকর্ডই ভাঙার। তবে পারেননি তিনি।

দলীয় ৩২৫ রানে হারিস রউফের বলে বদলি নামা শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আউট হবার আগে করেছেন ১২৪ বলে ১৪ চার আর ৯ ছয়ে ১৬৩ রান। অতহচ এই ওয়ার্নার আজ ফিরতে পারতেন মাত্র ১০ রানেই। ৪.৩ ওভারে ক্যাচ তুলে দিয়েছেন শাহিনের বলে। তবে সেই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি উসামা। ক্যাচ মিসের সেই খেসারতই আজ দিতে হয়েছে পাকিস্তানকে।

তবে ওয়ার্নার ফেরার পর আর আজ অজিদের ইনিংসের হাল ধরতে পারেননি কেউ। তবুও দুই ওপেনারের বিধ্বংসী ২৫৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৩৬৭ রানের সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে আজ সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন শাহিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।