বিশ্বকাপে আসার আগে খুব বড় মুখ করে এসেছিল বাংলাদেশ। সবার মুখেই একটা ধ্বনি উচ্চারিত হয়েছিল। এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতেই ভারত যাচ্ছে বাংলাদেশ। কিন্তু পাঁচ ম্যাচ যেতেই বাংলাদেশকে তার আসল ছবিটা সবার সামনে দেখালো অন্যান্য দলগুলো।
প্রথম ম্যাচে আফগানদের সঙ্গে একটি জয় ছাড়া বাকি চার ম্যাচের প্রত্যেকটিতেই কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারতে হয়েছে বাংলাদেশকে। তাই বাকি চার ম্যাচের সবগুলোই যেন সেমিফাইনালের মতো বাংলাদেশের জন্য।
তবে শেষ পর্যন্ত সেমিতে যেতে না পারলে পাঁচ বা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করত চান সাকিব আল হাসান। ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টুর্নামেন্টের এখনো অনেক বাকি আছে। যেকোনো কিছু ঘটতে পারে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও খেলতে হবে আমাদের। যদি সেমিতে না যেতে পারি তাহলে পাঁচ বা ছয়ে থেকে শেষ করতে চাই। আমরা দল হিসেবে খেলতে পারছি না। আশা করছি শক্তিশালী হয়েই আমরা শেষ করতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।