ঢাকাSunday , 19 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকাকে হারাল ৯ বছরের বাংলাদেশি

BDKL DESK
January 19, 2025 6:40 pm
Link Copied!

গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে ইতিহাসের সেরা দাবাড়ু (তর্কসাপেক্ষে) মনে করেন অনেকেই। নরওয়ের  এই গ্র্যান্ডমাস্টার পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। সেই কার্লসেনকেই হারিয়ে দিলো বাংলাদেশের নয় বছর বয়সী দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক। নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে মুগ্ধর অবিশ্বাস্য জয়ের কথা জানান নাঈম।

শনিবার (১৮ জানুয়ারি) বুলেট ব্রলে কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি।

অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে।

নাঈম তার ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিটা দিলাম সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।