বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে ১৮০ জন ছেলে-মেয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা স্বল্প পরিচিত খেলা হলেও নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকল বিজয়ী খেলোয়াড়রা ট্রফি, অর্থ পুরস্কার এবং বয়সভিত্তিক গিফট ভাউচারসহ পুরস্কৃত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব জনাব মাহাব-উল আলম, ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জনাব রাশেদ চৌধুরি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, অন্যান্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়ার নির্বাহী পরিচালক মেজর মোহাসিন করিম (অব.) ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ও ফেডারেশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপ ও অন্যান্য সংস্থা স্কোয়াশ খেলাকে আরও উৎসাহিত করবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, সীমিত সম্পদ এবং চ্যালেঞ্জের মধ্যেও গত পাঁচ বছরে স্কোয়াশকে একটি দৃঢ় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বাংলাদেশের স্কোয়াশ দল আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করবে।
চূড়ান্ত ফলাফল
মেয়েদের শাখা
অনুর্ধ ১৩: চ্যাম্পিয়ন – আরিকা সুলতানা (বিএএফ শাহীন স্কুল), রানারআপ – ইয়ারা সুলতানা (ভাষানটেক স্কুল), তৃতীয় – ইস্পিতা (ভাষানটেক স্কুল)।
অনুর্ধ ১৫: চ্যাম্পিয়ন – মায়ানুর (কালশী ইসলামীয়া স্কুল), রানারআপ – পূজা রানি (কালা চাঁদপুর স্কুল), তৃতীয় – উম্মে অপসরা (গোল্ডেন বাংলা স্কুল)।
উন্মুক্ত মহিলা: চ্যাম্পিয়ন – চাঁদনী সরকার (সেনাবাহিনী), রানারআপ – নাবিলা তাসনিম উর্মি (নির্ঝর পাবলিক স্কুল), তৃতীয় – মিশকাত জান্নাত মেঘনা (ভাষানটেক স্কুল এন্ড কলেজ)।
ছেলেদের শাখা
অনুর্ধ ১৩: চ্যাম্পিয়ন – মো: শাহরিয়ার নাফিজ (বিকেএসপি), রানারআপ – মো: মাহাবুব করিম (ঠাকুরগাঁও শাপলা প্রাথমিক বিদ্যালয়), তৃতীয় – ইসমাম (ভাষানটেক স্কুল)।
অনুর্ধ ১৫: চ্যাম্পিয়ন – মো: মেহেদী হাসান (বিকেএসপি), রানারআপ – মিফতাহুল আরাফ (বিকেএসপি), তৃতীয় – হাবিব করিম (ঠাকুরগাঁও জামুরিপাড়া মাধ্যমিক বিদ্যালয়)।
মেম্বার গ্রুপ: চ্যাম্পিয়ন – ফজলে ওয়ালী (চট্টগ্রাম ক্লাব), রানারআপ – মো: রায়হান (ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়), তৃতীয় – কর্নেল সামস (সেনাবাহিনী)।
পুরুষ উন্মুক্ত: চ্যাম্পিয়ন – কর্পোরাল শাহাদাৎ হোসেন (সেনাবাহিনী), রানারআপ – মো: সুমন (উত্তরা ক্লাব), তৃতীয় – সৈনিক আপন (সেনাবাহিনী) সহ অন্যান্যরা।
বিশেষ পুরস্কার: ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

