পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের। নতুন নিয়মে হবে টুর্নামেন্ট। বিশ্বকাপ ফুটবলের আদলে গড়াবে ২১তম আসর। যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছয় কনফেডারেশনের ৩২ দল। উদ্বোধনী ম্যাচে নামছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি। প্রতিপক্ষ মিশরের ক্লাব আল আহলি।
অভিনব ডিজাইনের ট্রফি, চাবি হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনোর এমন দাবি। ট্রাম্পের মত ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি দেখে কিছুটা অবাক হতে পারেন যে কেউ। ইনফান্তিনোর স্বপ্নের প্রজেক্ট। প্রতিযোগিতা পুরোনো হলেও নতুনত্বের ছোঁয়া নিয়ে শুরুর অপেক্ষায় ২১তম আসর।
টিকিট নিয়ে আগ্রহ কম এমন খবর চাউর তবে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের মত তারকা যখন মাঠে নামবেন তখন কি করে পূর্ণতা না পাবে গ্যালারি? মেসি নিজেও রোমাঞ্চিত।
১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২টি ভেন্যুতে আগামী ৩০ দিনে ৬৩ ম্যাচ। ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ৩২ দল। ঠিক বিশ্বকাপ ফুটবলের আদলে গ্রুপ পর্বের বাধা পেরোলে রাউন্ড অব সিক্সটিন এরপর কোয়ার্টার, সেমি আর ফাইনাল। এ সংস্করণে চার বছর অন্তর অন্তর গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
সবথেকে বেশি রয়েছে ইউরোপের ১২টি দল। আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া বিশ্বের বড় ক্লাবগুলোর সঙ্গে স্বাগতিক হিসেবে থাকছে ইন্টার মায়ামি।
আবার বার্সেলোনা, লিভারপুলের মত নামীদামী আর শক্তিশালী ক্লাবগুলোকেও মিস করবে ফুটবলপ্রেমীরা। মূলত নির্দিষ্ট কোটা, র্যাঙ্কিং, চ্যাম্পিয়নস লিগ, গেল চার বছরের পারফরম্যান্স হিসাব-নিকাশ করেই দল বাছাই করেছে ফিফা।
টুর্নামেন্ট সেরা পাবে ১০০ মিলিয়ন ডলার। অংশ নেয়া প্রত্যেক ক্লাবের জন্য বরাদ্দ এর অর্ধেক। সবশেষ জয়ী ইংলিশ ক্লাব ম্যানসিটি আর সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক শিরোপাসহ রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন। বার্সার শ্রেষ্ঠত্ব তিনবার।
শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে ফুটবলাররা। প্রস্তুত উদ্বোধনী ম্যাচের ভেন্যু হার্ডরক স্টেডিয়াম। মেসির ইন্টার মায়ামি প্রতিপক্ষ মিশরের আল আহলি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।