প্রায় চার বছর আগে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা মাশরাফী বিন মোর্ত্তজা এখনও বিপিএল খেলছেন। ইনজুরি সত্ত্বেও তাকে খেলাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। এমন অবস্থায় অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, আগামী বিপিএলে দুই বারের সংসদকে আর দেখা যাবে না। কিন্তু ম্যাশ নিজে বলছেন, পা ঠিক থাকলে তিনি খেলতে পারেন ১১তম আসরেও।
সিলেট এবারের আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে, সব কটিতেই খেলেছেন অধিনায়ক মাশরাফী। যদিও ‘ভাঙাচোরা পা’ নিয়ে পিচে বারবার খুড়াতে দেখা যায় তাকে। চিত্র যখন এমন, তখন ২০২৫ সালের বিপিএলে খেলোয়াড় হিসেবে তার না থাকার সম্ভাবনাই তো বেশি হওয়ার কথা! বয়সটাও তো কম হয়নি, ৪০ বছর।
কিন্তু মাশরাফী বলছেন, পা দুটো পক্ষে থাকলে তিনি খেলতে পারেন পরের আসরেও। শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লার বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘হতে পারে, আমার পা যদি ঠিক থাকে, হতে পারে। কারণ আমি আমার মতো করেই এগিয়ে যেতে চাই। এ বছর যদি পুরোপুরি খেলতে পারতাম, তাহলে চিন্তা করতাম। যেহেতু পুরো খেলতে পারছি না, সেহেতু আমি চিন্তা করব।’
এ সময় ম্যাশ আরও বলেন, ‘মাশরাফী আসলে বাংলাদেশ ক্রিকেটে এখন কিছুই না। আপনাদের চিন্তা করতে হবে বাংলাদেশ ক্রিকেটে আগামী ১০ বছরে যারা খেলবে তাদের বিষয়ে। তারা কী করছে, বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।