ঢাকাTuesday , 1 August 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পদ্মা সেতু দেখতে যাবে বিশ্বকাপ ট্রফি

parag arman
August 1, 2023 11:31 pm
Link Copied!

ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টটি শুরুর আগে নিয়মানুযায়ী ট্রফি বের হয়েছে বিশ্বভ্রমণে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে এই ট্রফি।

বর্তমানে পাকিস্তানে আছে ট্রফিটি। সেখান থেকে যাবে শ্রীলংকায়। এরপর ৭ আগস্ট আসবে বাংলাদেশে। ৭, ৮ ও ৯ আগস্ট মোট ৩ দিন ট্রফিটি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর এবার ট্রফিটি উঠবে পদ্মা সেতুতেও। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

পদ্মা সেতুতে শুধু ফটোসেশন করার জন্যই যাবে ট্রফিটি। সেখানে দেখার সুযোগ থাকবে না সাধারণ দর্শকদের। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সাধারণ জনতার জন্য ট্রফিটি উন্মুক্ত করা হতে পারে। আর ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফিটি দেখা ও ফটোসেশনের সুযোগ পাবেন।

গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের এই ট্রফিটি উন্মোচন করা হয়। আর বিশ্বভ্রমণে বের হয় ১৪ জুলাই। আগামী ৪ সেপ্টেম্বর আবারও ভারত যাওয়ার আগে ট্রফিটি ভ্রমণ করবে ১৭টি দেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।