ঢাকাSunday , 13 August 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পঞ্চম জাতীয় ডিউবল শুরু

parag arman
August 13, 2023 10:55 pm
Link Copied!

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে আজ রোববার থেকে শুরু হয়েছে ‘পঞ্চম জাতীয় ডিউবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)।’ দুপুরে শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় প্রতিষ্ঠানটির সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপের দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ। প্রথম ম্যাচে পুলিশ ৮-১ গোলের ব্যবধানে হারায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। দ্বিতীয় ম্যাচে পুলিশ ৫-১ গোলে হারায় খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে। ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ৪-২ গোলে হারায় নড়াইল জেলাকে। আর বাংলাদেশ জেল ৬-৪ গোলে হারায় নড়াইলকে।

এদিকে নারী বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও আনসার। বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব ৪-২ গোলে ফিরোজ স্মৃতি সংসদকে হারায়। অন্যদিকে বাংলাদেশ আনসার ৩-১ গোলে হারায় জামালপুর জেলাকে।

আগামীকাল নারী বিভাগের স্থান নির্ধারণী ম্যাচের জন্য লড়বে জামালপুর ও ফিরোজ স্মৃদি সংসদ।

দুই বিভাগে ১৪টি দলের অংশগ্রহণে এবারের এই প্রতিযোগিতা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।

নারী বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।

উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।