শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে আজ রোববার থেকে শুরু হয়েছে ‘পঞ্চম জাতীয় ডিউবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)।’ দুপুরে শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় প্রতিষ্ঠানটির সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপের দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ। প্রথম ম্যাচে পুলিশ ৮-১ গোলের ব্যবধানে হারায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে। দ্বিতীয় ম্যাচে পুলিশ ৫-১ গোলে হারায় খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে। ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ আনসার ৪-২ গোলে হারায় নড়াইল জেলাকে। আর বাংলাদেশ জেল ৬-৪ গোলে হারায় নড়াইলকে।
এদিকে নারী বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ ও আনসার। বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব ৪-২ গোলে ফিরোজ স্মৃতি সংসদকে হারায়। অন্যদিকে বাংলাদেশ আনসার ৩-১ গোলে হারায় জামালপুর জেলাকে।
আগামীকাল নারী বিভাগের স্থান নির্ধারণী ম্যাচের জন্য লড়বে জামালপুর ও ফিরোজ স্মৃদি সংসদ।
দুই বিভাগে ১৪টি দলের অংশগ্রহণে এবারের এই প্রতিযোগিতা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। পুরুষ বিভাগে ৮টি ও নারী বিভাগে ৬টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।
নারী বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জে.বি.আর.সি নারায়ণগঞ্জ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ।
উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।