ডানেডিনে বৃষ্টি ভেজা প্রথম ম্যাচে ডিএল মেথডে ৪৪ রানে হারের পর বুধবার বাংলাদেশের আকাশে সূর্য্য ওঠার আগে ভোর ৪টায় নেলসনে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? নিউজল্যান্ডের মাটিতে সাদা বলে কখনো জয় ধরা দেয়নি, এ না পারার অপবাদ থেকে মুক্তি ঘটবে কি এবার নেলসনে?
প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা সম্ভব হবে কী? ভক্ত ও সমর্থকদের মনে নানা কৌতুহলি প্রশ্ন। আজ মঙ্গলবার এসব প্রশ্নর জবাব দিয়েছেন কোচ হাথুরুসিংহে। নেলসনের মাঠ ও উইকেট নিয়ে কথা বলতে গিয়ে অতীত টেনে আনেন বাংলাদেশ হেড কোচ।
তার ধারণা, উইকেট খুব ভাল। ‘আমরা এই মাঠে ২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরে কটি ম্যাচ খেলেছি। তখনই দেখেছি, বুঝেছি এখানকার উইকেট ব্যাটিং বান্ধব। চমৎকার আউটফিল্ড। বেশ ফার্স্ট। সব মিলিয়ে মনে হয়, হাই স্কোরিং গেম হবে। আজকে খুব রৌদ্রোজ্জ্বল দিন। আশা করছি আগামীকালও এমন সুন্দর সোনালী রোদে ভরা দিন থাকবে। আশা করছি, সব মিলিয়ে একটা আদর্শ ক্রিকেট উপযোগী পরিবেশ পাবো।’
প্রথম ম্যাচে দল হেরেছে। সেখান থেকে উত্তরণের পথ কী? জবাবে হাথুরু আকার-ইঙ্গিতে ১৭ ডিসেম্বর ডানেডিনের বৃষ্টিস্নাত আবহাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘ম্যাচ হারা অবশ্যই হতাশার; কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। আমরা আবহাওয়া নিয়ে বেশি কিছু করতে পারি না। আমাদের অনেক পরিকল্পনা বৃষ্টির কারণে বাধাগ্রস্থ হয়েছে। শুরুটা ভালো করেছিলাম, কিন্তু শেষে ভালো বল করিনি। আমরা কন্ডিশন কাজে লাগাচ্ছিলাম কিন্তু দুবার বৃষ্টি বিরতির পর অধিনায়ক বোলিং সামলাতে চাপে পড়ে যায়।’
টাইগার কেচ স্বীকার করেন, ‘তারা (টিম ম্যানেজমেন্ট) সব সময় উন্নতির কথা বলেন। আমরা যেভাবে পরিকল্পনা প্রয়োগ করেছি সেটা আরও ভালো হতে পারত।’
তিনি যোগ করেন, ‘আমাদের শুরুটা খুব ভাল হয়েছিল। একপ্রান্তে বোলিং ছিল দুর্দান্ত। কিন্তু বৃষ্টির বাঁধায় আমাদের অধিনায়ক তার বোলিং প্ল্যানটা ঠিকমত কাজে লাগাতে পারেনি। বোলার ব্যবহারে ক্যাপ্টেনের ওপর বাড়তি চাপ চলে আসে। এরপর আমরা যেমন লাইন ও লেন্থে বোলিং করেছি আর ফিল্ড প্লেসিং করেছি আমার মনে হয় ঐ কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পাশাপশি তার চেয়ে বেটার করার সামর্থ আমাদের আছে।’
‘ব্যাটিংয়ে সেই বরাবরের মত আমরা লম্বা সময় উইকেটে থেকে দীর্ঘ ইনিংস খেলতে পারছি না। বারবার বার্তা দিচ্ছি যে ওপরের দিকে এক দুই জনের রান করতে হবে। দীর্ঘ ইনিংস খেলতে হবে।’
এ উইকেট কেমন হবে? তা আজ মঙ্গলবার বলতে পারেননি হাথুরু। কেন? ‘কারণ গ্রাউন্ডসম্যান বললেন, মাঠে পানি দেয়া হয়েছে। এখন উইকেটের আবরণ সরানো সম্ভব না। তাই কাল সকালে খেলা শুরুর আগে ছাড়া উইকেট দেখা সম্ভব নয়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।