ঢাকাFriday , 20 December 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

BDKL DESK
December 20, 2024 5:52 pm
Link Copied!

মাত্র ১২ দিন আগের ঘটনা। গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা। এরপর লাল সবুজ পতাকা নিয়ে মাঠের এদিক সেদিক আজিজুল হাকিম তামিমদের দৌড়াদৌড়ি। কারো চোখে সুখের অশ্রু, কেউ স্টাম্প উপড়ে নিচ্ছেন। এমন একটা দৃশ্য রোববার (২২ ডিসেম্বর) তৈরি হতেই পারে। তবে সুযোগটা এবার ছেলেদের নয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়ে দলের।
শুক্রবার (২০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৫ রানের টার্গেট পায় লাল সবুজের প্রতিনিধিরা। ১ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সুমাইয়া আক্তারের দল। ৯ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারতের।

ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে আজিজুল হাকিম বাহিনী থমকে দেয় ভারতকে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু জয়ই নয়, কর্তৃত্ববাদী জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। ১৯৯ রানের লক্ষ্য সেট করে ভারতকে গুটিয়ে দেয় মাত্র ১৩৯ রানে। তবে মেয়েদের টুর্নামেন্টটি টি-২০ ফরম্যাটে। ছেলেদের মতো তারা শিরোপাটা উঁচিয়ে ধরতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠে ভারতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে তাদের ফাইনালের টিকিট পাওয়ার ব্যাপারটি পড়ে গিয়েছিল অনিশ্চয়তায়। সেই অনিশ্চয়তা দূর করে শ্রীলঙ্কা। ভারতের কাছে হারের আগে নেপালের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর ফাইনালের জন্য শুধু জয়ই দরকার পড়ে জুনিয়র টাইগ্রেসদের। সেটাও এসে গেল সহজে!

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১১ ওভার করা হয়। ৮ উইকেট হারিয়ে ৫৪ রানের সংগ্রহ পায় নেপাল। এরমধ্যে নেপালের ৪ জনকেই রানআউট করে বাংলাদেশ। সাবিত্রি ধামি করেন সর্বোচ্চ ১১ রান। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তারম ফাহমিদ ছোঁয়া ও হাবিবা ইসলাম একটি করে উইকেট নেন।

ছোঁয়া, মোছাম্মত ইভা ও সুমাইয়া আক্তারের ব্যাটে ৯.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ছোঁয়া ৩২ বলে ২৬, ইভা ২১ বলে ১৮ ও সুমাইয়া ৬ বলে ১০ রান করেন। ফাইনালে একই মাঠে ভারতের বিপক্ষে লড়বে তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।