নেইমারের কাছে রোনালদোর পরাজয়। ব্রাজিলিয়ান সুপারস্টার ইনজুরির কারণে খেলতে না পারলেও তার সৌদি প্রো লিগের দল আল হিলাল হারিয়েছে রোনালদোর আল নাসরকে। শীর্ষে থাকা আল হিলালের কাছে ৩-০ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
নিজেদের মাঠে মিলিনকোভিচের গোলে ৬৪ মিনিটে এগিয়ে যায় হিলাল। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার মিত্রোভিচ। ইনজুরি সময়ে সার্বিয়ান তারকার দ্বিতীয় গোলেই ৩-০ তে জয় পায় নেইমারের ক্লাবটি। ম্যাচ শেষে হিলাল সমর্থকরা রোনালদোকে লক্ষ্য করে মেসি মেসি স্লোগান তোলেন। এই সময় পর্তুগিজ তারকা প্রতিউত্তরে উড়ন্ত চুমো দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।