ঢাকাMonday , 7 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিষেধাজ্ঞা থেকে ফিরেই ঝলক দেখালেন নাসির

BDKL DESK
April 7, 2025 10:01 pm
Link Copied!

আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে প্রায় ২ বছর পর এই অলরাউন্ডার আবারও ফিরেছেন ক্রিকেটে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে ২২ গজে প্রত্যাবর্তন হয়েছে তার। নিষেধাজ্ঞা থেকে ফিরেই বল হাতে ঝলক দেখিয়েছেন নাসির। এতদিন খেলার বাইরে থাকার ছাপ পড়তে দেননি বোলিংয়ে।
সোমবার (৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামেন ৩৩ বছর বয়সী নাসির। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া রুপগঞ্জ টাইগার্সের ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন এই অফস্পিনার। প্রত্যাবর্তনের দিনে প্রতিপক্ষের ওপর চাপও বাড়িয়ে ১০ ওভারে মোটে ৩১ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন তিনি।

লিগে রেলিগেশন জোনে থাকা রুপগঞ্জ টাইগার্স আট ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে। রাউন্ড রবিন লিগের বাকি তিন ম্যাচের দুটিতে জিতলে রেলিগেশন সেভ হলেও হতে পারে। আর রেলিগেশন লিগ খেলতে হলে রূপগঞ্জের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলা হবে নাসিরের। নাসিরের সঙ্গে অবশ্য শুরুতে আবাহনী লিমিটেড যোগাযোগ করেছিল। তবে টাকায় বনাবনি না হওয়ায় রূপগঞ্জ টাইগার্সে যোগ দেন তিনি।

যদিও নাসিরের আছে ভিন্ন পরিকল্পনা। আবাহনীর মতো বড় দলে একাদশে সুযোগ পাবেন কি না সেটি নিয়ে শঙ্কা থাকায় রূপগঞ্জ টাইগার্সে নাম লেখান তিনি। এক প্রতিক্রিয়ায় নাসির জানিয়েছেন, ‘আমি ম্যাচ খেলতে চাই। সে কারণে ছোট দলে যোগ দিয়েছি। টানা তিনটি ম্যাচ খেলতে পারলে এবং ভালো করা গেলে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হবে।’

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। সেই তথ্য তিনি গোপন করেন। তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্ত করে আইসিসি। শেষ পর্যন্ত সেই অপরাধ নাসির শিকার করে নেন। আজ সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত হয়েছেন বাংলাদেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলা এই ব্যাটিং অলরাউন্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।