প্রতীক বরাদ্দের পরপরই সকাল থেকে রাত অবধি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আর এ প্রচার-প্রচারণার মাঝেই হঠাৎ ক্রিকেট মাঠে ব্যাট বল হাতে দেখা গেল তাকে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় নোমানী ময়দানে সাকিবকে দেখা যায় জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেট খেলতে।
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা ক্রিকেটারদের উদ্যোগে মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি এই মাঠে হাজির হন। এ সময় ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সাবেক খেলোয়াড়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন শেষে তিনি ব্যাট হাতে মাঠে নেমে যান। এ সময় মাগুরায় সাকিবের সমবয়সী ক্রিকেটার বোলারদের বলে তিনি কয়েকটি চার-ছয় মারেন। তিনি আউট হয়ে গেলে এক ওভার বলও করেন। পরে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় বেরিয়ে পড়েন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।