এবারের বিসিবি নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ তুলে বর্জনের ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। ক্যাটাগরি-৩ অর্থাৎ বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য কোটায় বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এই পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন খালেদ মাসুদ পাইলটের সঙ্গে।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে, এই পদে পাইলটের কাছে বড় ব্যবধানে হেরেছেন তিনি। সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ক্যাটাগরি-৩ এর ৪৫টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৪২টি। সশরীরে ভোটের সংখ্যা- ৩৭টি এবং ই ভোটের সংখ্যা- ৫টি। সূত্রের দেয়া তথ্যমতে, এই ৪২টি ভোটের ৩৫টি পেয়েছেন পাইলট আর ৭টি দেবব্রত।
এবারের নির্বাচনে কার্যত ক্যাটাগরি-৩ এর এই একটি পদেই নির্বাচন। বাকি দুই ক্যাটাগরির বেশিরভাগ পদে নির্বাচনের আগেই জিতে গেছেন অধিকাংশ প্রার্থী। তবে এই ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই আশা করলেও সেটা দেখা যায়নি।
নির্বাচনের ফলাফল মোটামুটি জানাজানি হওয়ার পরই বিকাল ৫টা নাগাদ সাংবাদিকদের সামনে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ তোলেন দেবব্রত। এসময় সরকার এবং দায়িত্বশীলদের দিকে পরোক্ষ ইঙ্গিত দেন তিনি।
সরকারের ‘স্নেহভাজন’ কোটায় পাইলটের জেতার আভাস ছিল আগে থেকেই। তবে ভোটগ্রহণ চলাকালে দেবব্রত শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘জেলা, বিভাগ এবং ক্লাব, অনেক প্রার্থীই নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি ক্রিকেট মাঠে শত প্রতিবন্ধকতা স্বত্বেও শেষ পর্যন্ত মাঠে থাকতাম। এখানেও অনেক প্রতিবন্ধকতা স্বত্বেও মাঠে রয়ে গেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

