ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সফরে যাচ্ছেন না টাইগার পেসার নাহিদ রানা।
বুধবার (২১ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। নাহিদের পাশাপাশি দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং দলের ট্রেনার নাথান ক্যালি।
এর আগে বিসিবি জানিয়েছিল যুদ্ধ বন্ধের পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মতামত নিয়ে সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেউ যেতে না চাইলে তাঁর ওপর কোনো চাপ প্রয়োগ করা হবে না। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় তাই বিসিবি শীর্ষ কর্তারা সফরের যাওয়া নিয়ে কাউকে কোনো চাপ দেননি।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘দুবাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানেই তিনজন—একজন ক্রিকেটার (নাহিদ রানা) এবং দুজন কোচিং স্টাফ নাথান ক্যালি ও জেমস প্যামেন্ট সফরে যেতে আগ্রহ দেখাননি। তাই তারা যাচ্ছেন না। প্রধান কোচসহ বাকি সবাই সফরের জন্য রাজি।’
দিন কয়েক আগেই পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। তবে ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় তড়িঘড়ি করে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক, পাকিস্তানও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। তারপরও সে তিক্ত অভিজ্ঞতার কারণে দেশটিতে যেতে রাজি নন নাহিদ।
এ বিষয়ে নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘পাকিস্তানের যে ধরনের ঘটনা অভিজ্ঞতা হয়েছে, হয়তো সে কারণেই নাহিদ রানা নিজের নাম প্রত্যাহার করেছে।’ তবে নাহিদের মতো তিক্ত অভিজ্ঞতা পেলেও দলের সঙ্গে যাবেন রিশাদ হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।