প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৫ ক্রীড়াবিদের মধ্যে এরইমধ্যে বাদ পড়েছেন ৩ জন। শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও আর্চার সাগর ইসলাম ফিরেছেন খালি হাতেই। সে তালিকায় যোগ হয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
আজ ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে ১০.৭৩ সময় নিয়েছেন ইমরানুর। নিজের হিটে অংশ ৮ জনের মধ্যে ৬ষ্ঠ হয়েছেন ৩১ বছর বয়সী এ দৌড়বিদ। ৬ হিট মিলিয়ে অংশ নেওয়া মোট ৪৫ জনের প্রতিযোগিতায় ২৫ তম হয়ে বাদ পড়েছেন তিনি। একজন ডিসকোয়ালিফাইড হয়েছেন হিটে।
ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। লন্ডনের একটি ঘরোয়া প্রতিযোগিতায় এ টাইমিং করেছিলেন ইমরানুর। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে দেশীয় রেকর্ডটাও তাঁর দখলেই। গত বছর হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ১০.৪১ সেকেন্ড সময় নিয়েছিলেন। একই বছরের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের অ্যাথলেটিকস ইতিহাসে অনন্য কীর্তি গড়েছিলেন ইংল্যান্ড প্রবাসী এ দৌড়বিদ।
আজ ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি ৬ নম্বর হিটের ৮ নম্বর লেনে অংশ নেন ইমরানুর। এ হিটে প্রতিপক্ষ হিসেবে ছিলেন পানামা, মাল্টা, সিশেলস, গাবন, ফিজি, সুরিনাম ও ব্রুনাই দারুসসালামের অ্যাথলেট। এ হিটে মৌসুম সেরা টাইমিং করেও পরের রাউন্ডে যেতে পারলেন না তিনি।
এর আগে নিজের প্রস্তুতি সম্পর্কে ইমরানুর সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘খুবই রোমাঞ্চিত আমি। নামতে মুখিয়ে আছি। প্রথম রাউন্ড কালকে (শনিবার স্থানীয় সময়) সাড়ে ১০টায়, চেষ্টা করব পরের রাউন্ডে পা রাখতে এবং সেখান থেকে এগিয়ে যেতে। এ প্রতিযোগিতায় যত দূর সম্ভব, যেতে চাই আমি। সেটাই সবার লক্ষ্য। প্রতিটি রাউন্ড ধরে এগোতে চাই। একটিতে সফল হলে পরেরটিতে তাকাতে চাই।’
প্রিমিলিনারি হিটে ১০.২৬ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেছেন হাইতির ক্রিস্টোফার বোরজোর। ১০.৫৪ সেকেন্ডে দৌড় শেষ করা কঙ্গোর ডমিনিক মুলাম্বা সময়ের হিসেবে সুযোগ পাওয়া শেষ প্রতিযগী। তবে নিজের হিটে দ্বিতীয় হওয়া আলবেনিয়ার ফ্রাঙ্কো বুররাজ ১০.৬০ সেকেন্ড সময় নিয়ে পরের রাউন্ডে জায়গা পেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।