চার দলের গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে স্বাধীনতা কাপের শেষ আটে কারা উঠবে সে হিসেবটা বেশ জমে উঠেছে। আগামীকাল আবাহনী ও রাসেলের ম্যাচ নির্ধারণ করবে দ্বিতীয় দল।
ম্যাচ আবাহনী ও রাসেলের হলো দৃষ্টি থাকবে রহমতগঞ্জের। ওই ম্যাচের ওপর যে তাদের ভাগ্যও নির্ভর করছে। প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ড্র করা দলটি শুক্রবার ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে।
মাঝে আবাহনীর কাছে হেরেছে পুরনো ঢাকার দলটি। শেখ রাসেল ক্রীড়া চক্র যদি আবাহনীর কাছে হেরে যায় তাহলে কপাল খুলে যাবে তাদের। রাসেল অবশ্য ড্র করলেই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।শেষ ম্যাচে রহমতগঞ্জের কাজ ছিল ম্যাচটি জিতে রাখা। সেটা তারা করেছে। সামিন ইয়াসারের জোড়া এবং মুরাদ ফকিউলের গোলে বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে তারা। এখন তারা তাকিয়ে আবাহনী ও রাসেলের ম্যাচের দিকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।