ঢাকাWednesday , 19 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ দলে বিবেচনায় থাকবেন যারা

BDKL DESK
March 19, 2025 5:48 pm
Link Copied!

গেল বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের। যার মধ্যে ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হেঁটেছে বিসিবি এবং কিউই বোর্ড। কিছুদিন আগে মিরপুর শের-ই বাংলার মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল।

গেল বছরের সেপ্টেম্বরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে আগস্ট পরবর্তী সময়ে সেই সফর স্থগিত হয়ে যায়। আর এই সিরিজের জন্য গতকাল মঙ্গলবার সূচি এবং ভেন্যু নিশ্চিত করেছে বিসিবি। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।

শেষ ওয়ানডেতে ১০মে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুটি চার দিনের ম্যাচ। ১৪মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের শেষ চার দিনের ম্যাচ শুরু হবে ২১মে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। তবে প্রশ্ন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন কারা।

জাতীয় দলের সাবেক এক নির্বাচক জানালেন যারা জাতীয় দলের বাইরের বিবেচনায় থাকবেন তাদেরই খেলা উচিত। সেক্ষেত্রে যদি লিটন দাস ওয়ানডে খেলেন তাহলে তো মাহিদুল ইসলাম অঙ্কনকে নাও দেখা যেতে পারে। থাকতে পারেন নুরুল হাসান সোহান-রাকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা। নাঈম শেখ, এনামুল হক বিজয়দেরও সুযোগ থাকছে আসন্ন এ দলের সিরিজে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।