ঢাকাThursday , 14 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে জয় দিয়ে সফর শুরু বাংলাদেশের

Sahab Uddin
December 14, 2023 6:46 pm
Link Copied!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হওয়ায় বিজয়-সৌম্যদের ব্যাটিংয়ে ছিল আলাদা নজর। সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছেন তারা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন রিশাদ হোসেন।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একাদশ শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই তৃতীয় উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ।

এরপর প্রতিরোধ গড়ে কিউইরা। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। দুজনের জুটি শতরান ছাড়ায়। পোপলিকে ৯২ রানে প্যাভিলিয়নে ফেরান আফিফ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ৮৯ রান করে আউট হন সন্দীপ। শেষদিকে জই ফিল্ডের ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

এর আগে, দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এরপর তামিমের সঙ্গে বড় জুটি গড়েন সৌম্য। ৭১ বলে ৫৯ রান করেন তিনি। তামিম ফেরেন ৪৬ বলে ৫৮ রান করে।

এদিন ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসও। অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন করেছেন ৬৩ বলে ৫৫ রান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।