ঢাকাSunday , 17 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডে শান্ত-লিটনদের বিজয় দিবস উদযাপন

Sahab Uddin
December 17, 2023 12:57 am
Link Copied!

মহান বিজয় দিবস আজ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্নসমর্পনের মধ্য দিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ। বিজয় লাভের ৫২ বছর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। ওখান থেকে মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আঁধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো। সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন। বিদেশি কোচদের অবশ্য দেখা যায়নি এই ফটোশুটে।

ফেসবুকে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিজয়ের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশে ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক। এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘ও পৃথিবী এবার এসে বাংলাকে নেও চিনে——ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা এবং আড়াই লক্ষ সম্ভ্রম হারানা মা বোনদের বীরত্বে অর্জিত এই বাংলাদেশ। আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

আফিফ হোসেন ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। সকলকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা।’

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা জাতির সূর্যসন্তানদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।