ঢাকাThursday , 9 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডের সেমির স্বপ্ন ভেস্তে দিতে পারে বৃষ্টি

Sahab Uddin
November 9, 2023 12:00 am
Link Copied!

বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে হলে নিউজিল্যান্ডকে অবশ্যই জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ০৯ নভেম্বর বেঙ্গালুরুর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তার ভাঁজ কিউইদের কপালে। কেননা, বৃষ্টিতে ভেসে যেতে পারে নিউজিল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন।

এম চেন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ের দিনে বৃষ্টির ঘনঘটা দেখা দিতে পারে অতিমাত্রায়। ২০১৫ সালের পর এত বৃষ্টি দেখেনি বেঙ্গালুরু। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, ইতোমধ্যে ৭ সে.মি.-এর বেশি বৃষ্টি হয়েছে। যার দরুণ নিচু এলাকাগুলোতে হাঁটু সমান পানি জমে গেছে। এছাড়া শহরের ঢালু এলাকায় বন্যারও সৃষ্টি হয়েছে।

আগামী কয়েকদিন এই বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। যদিও বেঙ্গালুরুর আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা।

যদি বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। এতে করে কপাল পুড়তে পারে নিউজিল্যান্ডের।

নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান-তিন দলেরই এখন পয়েন্ট ৮। একটি করে ম্যাচ খেলবে তিন দলই। যদি বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সঙ্গে নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তবে তাদের হবে ৯ পয়েন্ট।
সেক্ষেত্রে পাকিস্তান যদি ইংল্যান্ডের সঙ্গে কিংবা আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের শেষ ম্যাচগুলো জিতে যায়, তাহলে ১০ পয়েন্ট নিয়ে তাদের মধ্য থেকেই নেট রানরেটে এগিয়ে থাকা দল উঠে যাবে সেমিফাইনালে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।