নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেপিয়ারে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জেতে টাইগাররা। এর পরপরই বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনও জয় ছিল না বাংলাদেশের। সব মিলিয়ে সেখানে ১১টি ম্যাচ খেলেও অধরা ছিল জয়। অবশেষে ইতিহাস গড়ে বিজয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। কিউইদের হারিয়েছে ৫ উইকেটে।
ঐতিহাসিক এই ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ ২টি উইকেট এবং ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শেখ মেহেদী হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।