আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল থেকে শুরু হবে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলনে সফরকারীদের ব্যাটার শন উইলিয়ামস। সেখানেই টাইগার পেসার নাহিদ রানাকে খোঁচা দিয়ে একটি কথা বলেছিলেন উইলিয়ামস।
রানাকে নিয়ে খোঁচার জবাবে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘কালকে ম্যাচে ও যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাটিং করবে, তখন ব্যাটসম্যানদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবেন, নাহিদ কতটা ব্যতিক্রম।’
গতকাল নাহিদকে নিয়ে সংবাদ সম্মেলনে উইলিয়ামস বলেছিলেন, ‘এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুতগতিতে বল করতে পারে। দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে, যা মানুষের চেয়ে দ্রুতগতিতে বল করে।’
নাহিদকে নিয়ে পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ওকে অনেক আগে থেকেই আমি চিনি। যখন ও কিছুই খেলেনি, একাডেমিতে অনুশীলন করত তখন থেকেই চিনি। তখন থেকে এখন পর্যন্ত একটি বার্তাই দেওয়া হয়েছে, ও যেন ১৪০–এর বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত বার্তা পরিষ্কার। আশা করব কালকে যদি ও খেলে, ১৪০ কিলোমিটারের এর চেয়ে বেশি জোরে বল করবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।