ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দশম রাউন্ডের দ্বিতীয় দিনের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। অধিনায়ক নুরুল হাসান সোহানের ৯৭ রানের বিধ্বংসী ইনিংস এবং ইয়াসির আলী চৌধুরীর অপরাজিত ফিফটিতে ভর করে ২৮১ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ধানমন্ডি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। দলের পক্ষে অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন সর্বোচ্চ ৭৭ রান করেন ৮৪ বল খেলে। আরেক ফিফটি আসে আসাদুলা আল গালিবের ব্যাট থেকে, তিনি ৮০ বলে ৬৫ রান করেন। শেষদিকে আরিফুল হকের ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস এবং নুহায়েল সানদিদের ২৬ বলে অপরাজিত ৩৪ রানের ক্যামিওতে রূপগঞ্জের সংগ্রহ ২৮০ রানে পৌঁছায়।
২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাব শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। দুই ওপেনার আজমির আহমেদ (৩০ বলে ৪০) এবং হাবিবুর রহমান (২৪ বলে ৩৩) উড়ন্ত সূচনা এনে দেন। এরপর ফজলে মাহমুদ রাব্বি ৭৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে ভিত গড়েন। তবে জয়ের নায়ক ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি মাত্র ৯৫ বলে ৯৭ রানের এক টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। সোহান আউট হলেও ইয়াসির আলী চৌধুরি দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪০ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলে ১৭ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে নুহায়েল সানদিদ ৩টি উইকেট নিলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই জয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট অর্জন করল ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে নুহায়েল সানদিদ ৩টি উইকেট নিলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এই জয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট অর্জন করল ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স: ৫০ ওভারে ২৮০/৭ (আসাদুল্লা গালিব ৬৫, নাসির হোসেন ৭৭, আরিফুল হক ৪৮; ফজলে মাহমুদ ৩/৫৯)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।