পাকিস্তানের জনপ্রিয় পেসার নাসিম শাহ। এরইমধ্যে বেশ নামডাকও কামিয়েছেন তিনি। সে তুলনায় তার ভাই হুনাইন শাহ এখনও অপরিচিতিই! হুনাইনও ক্রিকেটার। মিডিয়াম এই পেসারকে দলে ভিড়িয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
রোববার (২৮ জানুয়ারি) হুনাইন শাহকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম। ফেসবুকে ইক স্ট্যাটাসে হুনাইনের একটি ছবি যুক্ত করে চট্টগ্রাম লিখেছে, ‘স্কোয়াডে দারুণ একটা সংযুক্তি। নিশ্চয়ই চলতি বিপিএলে হুনাইনের সংযুক্তি আমাদের পেস অ্যাটাকে নতুন মাত্রা আনবে। আমরা রোমাঞ্চকর পারফরম্যান্সের দিকে তাকিয়ে।’
চট্টগ্রামে হুনাইন সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার মোহাম্মদ হাসনাইন ও বিলাল খানকে। হাসনাইন দুদিন আগে দলে যোগ দিলেও বিলাল খেলেছেন চট্টগ্রামের সব কটি ম্যাচে। ৪ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
পাকিস্তান ওপেনার মোহাম্মদ হারিসকেও দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। বিপিএল খেলতে বাংলাদেশে পা-ও রেখেছিলেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনুমতি না দেওয়ায় দেশে ফিরে যেতে হয় তাকে। টুর্নামেন্ট শুরুর হওয়ার আগে বাংলাদেশে আসা হারিস পাকিস্তানের উদ্দেশে উড়াল দেন ২১ জানুয়ারি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।