নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের অপরুপ সৌন্দর্য্যে মুগ্ধ নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মা। মাত্র তিন মাসের ব্যবধানে এমন পরিপূর্ণভাবে মাঠ প্রস্তুত করা দেখে অবাক টাইগার অধিনায়ক। এই মাঠে খেলতে মুখিয়ে আছেন ভারত অধিনায়ক। সমর্থকরাও এখানে খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন বলে মনে করেন রোহিত।
ক’মাস আগেও ছিল ধুধু প্রান্তর। কাজও বাকি ছিল অনেকটা। টি টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে মাত্র তিন মাসের ব্যবধানেই বদলে গেছে দৃশ্যপট। শুধু কাজ সম্পন্ন নয়, গ্যালারি থেকে শুরু করে ড্রেসিং রুম, উইকেট সবকিছুই দিয়েই প্রশংসা কুড়িয়েছে নিউয়র্কের এই স্টেডিয়াম। এখানে খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আইসিসিকে দেয়া এক সাক্ষাতকারে শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি মনে করি এটা অসাধারণ। যখন আমি পুরো স্টেডিয়াম, উইকেট, এখানের পরিবেশ দেখেছি সত্যি দারুণ লেগেছে। আমরা সবাই জানি এখানে বেজবল, বাসকেট বল বেশি খেলা হয়। কিন্ত ক্রিকেটও এভাবে আয়োজন করা হবে এমনটা আশা করিনি। এখন এটা দেখতে আসল স্টেডিয়ামের মতো এবং দারুণ লাগছে। আমরা সবাই তিন মাস আগে ইন্টারনেটে দেখেছি এখানে কিছুই ছিলো না। এখন এটা দেখতে একটা আধুনিক স্টেডিয়ামের মতো।’
নিউয়র্কের এই স্টেডিয়ামই প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে দু’দল প্রথমবারের মতো খেলবে ড্রপ ইন উইকেটে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি হওয়া এই পিচের ৬টি ব্যবহার করা হয়েছে অনুশীলন মাঠে। বাংলাদেশের পর যেখানে দীর্ঘক্ষণ প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া। আর মূল মাঠে ব্যবহার করা হয়েছে ৪টি। তাই শান্তর মতো এই মাঠে খেলতে মুখিয়ে আছেন ভারত অধিনায়কও।
রোহিত শর্মা বলেন, ‘এটা দেখতে খুব সুন্দর, বেশ খোলামেলা একটা মাঠ, আমরা এখানে আমাদের প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলব। স্টেডিয়ামের পরিবেশ অনুভব করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটার ধারণ ক্ষমতা ভালো, আশা করি ভালোই হবে। আমরা আগে কন্ডিশনগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টার করছি, যেহেতু আমরা এখানে আগে আসিনি। নিউইয়র্কের দর্শকরাও এখানে খেলা দেখতে আগ্রহী হবে বলে আমি মনে করি। যেহেতু এখানে প্রথম বিশ্বকাপ হচ্ছে। আর আমি নিশ্চিত বিভিন্ন দলের সমর্থকরা এই টুর্নামেন্টের জন্য বেশ রোমাঞ্চিত এবং অপেক্ষায় আছেন।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে এক সঙ্গে ৩৪ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।