চলতি মাসের শুরুতেই মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, ক্রীড়া বিভাগ থেকে ২০২৫ একুশে পদক দেয়া হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই পদক প্রদানের সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, বাংলাদেশের নারী ফুটবল দল দেশকে বিশেষভাবে সম্মানিত করেছে।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনের একুশে পদক অনুষ্ঠানে বৃহস্পতিবার বাংলাদেশের নারী ফুটবলারদের একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তখন তিনি বলেন, ‘নারী ফুটবল দল দেশকে বিশেষভাবে সম্মানিত করেছে, তাদের পদক দিতে পেরে আমরা আনন্দিত।’
একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদান করা হয়। ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে এই পদকের প্রচলন করা হয়। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই বার চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে বাংলাদেশ নারী ফুটবল দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।