জাতীয় নারী ক্রিকেট দলের জন্য নারী নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন উঠেছে, দায়িত্ব পেতে পারেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাননি এই ক্রিকেটার। প্রস্তাব গেলে কাজ করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন তিনি।
বিসিবির দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং অবকাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরপরই সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন তিনি। সোমবার (৩০ জুন) বোর্ড পরিচালকদের সঙ্গে তৃতীয় সভা শেষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন বিসিবি সভাপতি। এর মধ্যে অন্যতম ছিল নারী দলের জন্য নারী নির্বাচক নিয়োগ।
সভা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বুলবুল বলেন, ‘মেয়েদের যে সিলেকশন টিম আছে, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সেখানেও আমরা নারী সিলেক্টর যুক্ত করব। আস্তে আস্তে আমাদের যে নারী বিভাগ রয়েছে, নারী হাই পারফরম্যান্স বিভাগ রয়েছে, সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে নারী সেটআপের জন্য।’
বাংলাদেশ নারী দলে বর্তমানে নির্বাচক হিসেবে কাজ করছেন কেবল একজন- সাজ্জাদ আহমেদ শিপন। তাকে সেখান থেকে সরিয়ে এনে পুরুষ দলের নির্বাচক করা হতে পারে বলে বিসিবির সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে নতুন করে পুরোপুরি নারী নির্বাচকের সেটআপেই নারী ক্রিকেট চালানোর চিন্তা-ভাবনা রয়েছে বিসিবির।
এদিকে, সালমা জানিয়েছেন, অনেক আগে একবার বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তবে এখন কোনো আভাস পাননি। বিসিবিতে চাকরির সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘অনেক আগে কথা হয়েছিল। এখন যদি প্রস্তাব আসে ভেবে দেখব সবকিছু। অবশ্যই সুযোগ হলে কাজ করব। কেন কাজ করব না, বোর্ডের হয়ে কে না কাজ করতে চায়। এখন দেখা যাক, সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।