কামিন্দু মেন্ডিসের ব্যাটে লিডের পথেই ছিল শ্রীলঙ্কা। তবে লাঞ্চ বিরতির পরেই ঠিক জ্বলে উঠলেন নাঈম হাসান। এই অফস্পিনার প্রথমবার বিদেশের মাটিতে খেলতে নেমেই পেলেন ফাইফারের দেখা। তাতেই লঙ্কানদের স্বপ্ন চূর্ণ করে লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
গলে দুই ম্যাচ সিরিজের প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে সফরকারী বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের করা ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৪৮৫ রানে। বোলিংয়ে ১২১ রানের বিনিময়ে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ৫ উইকেট পান ২৪ বছর বয়সী তরুণ নাঈম।
শুক্রবার (২০ জুন) ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা স্বাগতিক শ্রীলঙ্কা ৩৮.২ ওভারে ১১৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিকরা। নাঈমের ৫ উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ ৭৪ রানে নিয়েছেন ৩টি। একটি করে নিয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক।
এদিন প্রথম সেশনে দুই উইকেট হারালেও ৯৭ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে এরপরই কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তোলেন মিলান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে। দুজন মিলে সপ্তম উইকেটে তুলে ফেলেন ৯৭ রান। সে জুটিটা ভাঙে মধ্যাহ্ন বিরতির একটু পরে। হাসান মাহমুদের বলে বোল্ড হন মিলান।
এরপর নাঈম ম্যাজিক। পরের তিন উইকেটের সবকটিই গেছে এই অফস্পিনার। কামিন্দুকে ৮৭ রানে ফেরান দারুণ এক ডেলিভারিতে, এই ব্যাটারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর থারিন্দু রত্নায়েকে আর আসিথা ফার্নান্দোকেও সাজঘরের রাস্তা দেখান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।