ঢাকাMonday , 7 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নতুন ফিল্ডিং কোচ পেলেন শান্তরা

BDKL DESK
April 7, 2025 9:58 pm
Link Copied!

পারিবারিক কারণে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন নিক পোথাস। সাবেক প্রোটিয়া ক্রিকেটারের বিদায়ের পর থেকেই ফিল্ডিং কোচের পদ শূন্য ছিল টাইগারদের। অবশেষে এই পদে কিউই কোচ জেমস প্যামেন্টকে নিয়োগ দিল বিসিবি।
ইংল্যান্ডে জন্ম নেয়া প্যামেন্ট নিউজিল্যান্ডের অকল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। তবে জাতীয় দলে সুযোগ মেলেনি। প্রথম বিভাগ এবং লিস্ট এ ক্রিকেট মিলিয়ে খেলেছেন ৪৭টি ম্যাচ। আজ (৭ এপ্রিল) এক বিবৃতিতে এক সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগের কথা জানিয়েছে বিসিবি।
চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ওই সিরিজে টাইগারদের হয়ে প্রথমবার কোচিং করাবেন প্যামেন্ট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির।
খেলোয়াড়ি জীবনে তেমন বড় কিছু না করতে পারলেও কোচ হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্যামেন্ট। ২০১৮ সাল থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্লাব নর্দার্ন ডিস্ট্রিক্টসেরও কোচ ছিলেন তিনি।
নিউজিল্যান্ড জাতীয় দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়েও ফিল্ডিং কোচ এবং টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তান সিরিজে কিউই জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। স্বল্প সময়ের জন্য কোচিং করিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলকেও।
বাংলাদেশ দলের কোচ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যামেন্ট। বিসিবিকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি অনেক উচ্ছ্বসিত বাংলাদেশের মতো মেধাবী একটা দলের দায়িত্ব পেয়ে। জিম্বাবুয়ে সিরিজে খেলোয়াড় এবং ব্যাকরুমের স্টাফদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।