আগামী ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মালের জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করা হয়েছে। ২৭ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাঁচ ফুটবলার। চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছে নতুন তিন মুখ।
মদ কান্ডে নিষিদ্ধ তপু বর্মণ, আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিনের জায়গায় নতুনরা স্থলাভিষিক্ত হয়েছেন।
হাভিয়ের কাবরেরার প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আলমগীর মোল্লা, দীপক রায়, সাজ্জাদ হোসেন, আরমান ফয়সাল আকাশ ও আমিনুর রহমান সজীব। আর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলা হাতছানি পাচ্ছেন দুই ডিফেন্ডার হাসান মুরাদ ও শাকিল হোসেন এবং ফরোয়ার্ড জায়েদ আহমেদ।
আগামীকাল মঙ্গলবার সকালেই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ দল।
বাংলাদেশের চূড়ান্ত দল: মিতুল মারমা, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, রহমত মিয়া, মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা,
মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, জায়েদ আহমেদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।