কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না ঐতিহ্যবাহী দল মোহামেডানের। ক্রিকেট-ফুটবল, সব জায়গাতেই তারা ব্যর্থ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে চরম ব্যর্থতায় দলে বড় পরিবর্তন এনেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মধ্যবর্তী বিরতির সময়ে শফিকুল ইসলাম মানিককে অব্যাহতি দিয়ে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব দেয় ক্লাবটি। নতুন কোচের অধীনে সাদাকালোরা দুর্দান্তভাবেই শুরু করেছে দ্বিতীয় পর্ব।
আজ শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অধিনায়ক সোলেমান দিয়াবাতের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় দিয়ে লিগের দ্বিতীয় পর্ব শুরু করেছে তারা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৬-১ গোলে হারিয়েছে আলফাজের মোহামেডান।
মালির ফরোয়ার্ড অধিনায়ক সোলেমান দিয়াবাতে হ্যাটট্রিক করেছেন, দুটি করিয়েছেন। তিনিই আসলে নতুন কোচ আলফাজকে ডাগআউটে অভিষেক করালেন বিশাল জয় উপহার দিয়ে।
৮ মিনিটে আতিকুজ্জামানের গোলে লিড নিয়েছিল মুক্তিযোদ্ধা। মোহামেডানের জালে বল পাঠিয়ে মুক্তিযোদ্ধা যেন মৌচাকে ঢিল মেরেছিল। ২২ মিনিটে গোল দিয়ে দলকে সমতায় ফেরান দিয়াবাতে, ২২ মিনিটে লিড এনে দেন তিনি। ৫৩ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। এর আগে ৪২ মিনিটে গোল করেছিলেন মুজাফফরভ। ৬৯ মিনিটে সানডে ও ৮৪ মিনিটে সাজ্জাদ গোল করলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় মোহামেডানের।
এই জয়ে বিপিএলের ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো মোহামেডান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।