ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় দিন আজ। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। টস হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপ যাত্রাটা শুভ হয়নি ৯২’র চ্যাম্পিয়নদের। ইতোমধ্যে তারা টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বসেছে। শুরুর সেই ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০৬ রান। মোহাম্মদ রিজওয়ান ৪৩ ও সৌদ শাকিল ২৮ রানে অপরাজিত আছেন।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখাচ্ছে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার ফখর জামানকে হারিয়ে বসে পাকিস্তান। ১৫ বলে ১২ রান করে বোলার ভ্যান ব্যাকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ব্যাটার। এরপর অধিনায়ক বাবর আজম নেমে উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নেন। কলিন অ্যাকারম্যানের বলে সাকিব জুলফিকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দলীয় ৩৪ রানে।
বাবরের বিদায়ের ৪ রান পর বিদায় নেন আরেক ওপেনার ইমাম উল হক। ১৯ বলে ১৫ রান করে ভ্যান ম্যাকরেনের বলে আরিয়ান দত্ত এর কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তখন পাকিস্তানের দলীয় রান ৩৮। এরপর রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন সৌদ শাকিল। এ জুটি এখন পর্যন্ত ৬২ রান সংগ্রহ করেছে। দু’দলের পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। আগের ছয় দেখায় শতভাগ জয় বাবর-রিজওয়ানদের।
পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।
এএ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।