বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের পর ধর্মশালার আউটফিল্ড নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এই মাঠের আউটফিল্ড ফিল্ডারদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবেই মনে করা হচ্ছে। আফগানিস্তানের কোচ জনাথন টট্রের পর ইংলিশ অধিনায়ক জস বাটলারও ধর্মাশালার আউটফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। সবাই যখন সংশয় আর সমালোচনায় মত্ত, তখন ভিন্ন সুর বাংলাদেশের। সোমবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। আউটফিল্ডের সমালোচনা করলেন না, বরং মানিয়ে নিয়েই খেলার কথা ভাবছেন তিনি।
শনিবার ধর্মাশালায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। একই মাঠে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগের দিন দুই দলের প্রতিনিধি মাঠ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করে গেছেন। বাংলাদেশের কোচ বলেছেন, ‘দুই দিন আগে এখানে আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। আমরা জানি কীভাবে ফিল্ডিং করতে হবে। আমাদের মানিয়ে নিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে। সেই মানসিকতা নিয়েই আমাদের খেলতে হবে।’
এই মাঠেই দারুণ ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। দুর্দান্ত সব ক্যাচ নিয়ে আফগানিস্তানকে অলআউট করতে ভূমিকা রেখেছেন ফিল্ডাররা। তবে আফগানদের ফিল্ডিংয়ে ভালো করতে দেখা যায়নি। আফগান স্পিনার মুজিব উর রহমানের একটি ডাইভে বালু-কাদা উঠে আসার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আউটফিল্ড নিয়ে বাংলাদেশ কোনও অভিযোগ না করলেও আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট অসন্তুষ্ট বলে খবর প্রকাশ হয়েছে। আফগানিস্তান কোচ ট্রট বলেছিলেন, ‘ভাবুন তো, যদি আপনার খেলোয়াড় বল ধরতে গিয়ে ডাইভ দেবে কি না দ্বিধায় ভোগে, পড়ে গেলে চোটে পড়বে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা সৌভাগ্যবান মুজিব গুরুতর হাঁটুর চোট থেকে বেঁচে গেছে।’
একই সুরে সোমবার কথা বলেছেন ইংলিশ অধিনায়ক বাটলার। ধর্মশালার এমন আউটফিল্ডের কারণে বেন স্টোকসকেও ফেরাচ্ছে না ইংলিংশ টিম ম্যানেজমেন্ট। সরাসরি এমন কিছু না বললেও আউটফিল্ডের কারণেই যে স্টোকসকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট, সেটি স্পষ্ট, ‘ডাইভিংয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সবাই দলের জন্যই করে, কিছু রান বাঁচানোর আশাতেই ডাইভ দেয়। তবে আউটফিল্ডটা মোটেও আদর্শ নয়। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমাদের মানিয়ে নিতে হবে। সমস্যা হলে দুই দলেরই হবে। স্টোকসকে নিয়ে অনিশ্চয়তা আছে। সম্ভবত খেলবে না। তবে তাকে নেটে ফিরতে দেখে ভালো লাগছে এবং নিজের ফিটনেস ফিরে পেতে লড়াই করছে। আগামীকালের ম্যাচের জন্য অনিশ্চিত সে।’
আউটফিল্ড নিয়ে নেতিবাচক কথা বলে ফিল্ডারদের সাবলীল ফিল্ডিংয়ে বাধা দিতে চায় না বাংলাদেশর টিম ম্যানেজমেন্ট। হেরাথ বলেছেন, ‘আমরা ফিল্ডারদের কোনও কিছুর ব্যাপারে বাধা দেইনি। সীমাবদ্ধতা দিতে গেলে তারা তাদের শতভাগ দিতে পারবে না। আমরা চাই তারা তাদের সেরাটা দিক। আইসিসি অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় তারা তাদের মান ধরে রাখার জন্য কাজ করেছে। তারা দেখেই নিশ্চয় ওয়ানডে ম্যাচের জন্য অনুমতি দিয়েছে। সে হিসেবে আমি খুশি।’
আফগানদের বিপক্ষে ম্যাচ জেতানোর নায়ক মেহেদী হাসান মিরাজও আউটফিল্ড নিয়ে কোনও প্রশ্ন তোলেননি, ‘আউটফিল্ড একটু ভারী ছিল। বল বেশি যাচ্ছিল না। এটা তো আসলে আউটফিল্ডের দোষ দিয়ে লাভ নেই। দিন শেষে পারফর্ম করতে হবে। যে কোনও পরিস্থিতিতে ক্রিকেটারকে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ রকম টুর্নামেন্টে এসে কোনও অজুহাত দিতে পারবেন না। এগুলো অজুহাত দেওয়ার কোনও সুযোগ নেই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।