কলম্বো টেস্টে দ্বিতীয় দিন শেষে পুরোপুরি ছন্দে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশিদের অসহায় আত্মসমর্পণের পর এবার বল হাতে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি সফরকারীরা। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ২৯০ রান। ১৪৬ রানে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়া ৫ রানে খেলছেন।
যে উইকেটে ব্যাট করতে নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়দের মতো ব্যাটাররা ভোগান্তিতে পড়েছিলেন, সেই একই উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট চালিয়েছেন লঙ্কান ওপেনাররা। দারুণ সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ওঠে ৮৮ রান। যদিও ফিফটির দোড়গোড়ায় পৌঁছেও থেমে যান উদারা। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফেরেন ৬৫ বলে ৪০ রান করে।
অন্য প্রান্তে দৃঢ়তা দেখিয়ে খেলতে থাকেন নিশাঙ্কা। দুর্দান্ত ব্যাটিংয়ে পূর্ণ করেন টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৪৬ রানে। তিনে নেমে নিশাঙ্কার সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল। সাবলীল ব্যাটিংয়ে তিনি পৌঁছে যান নব্বইয়ের ঘরে। তবে নার্ভাস নাইন্টিতে এসে থামেন ৯৩ রানে। স্পিনার নাঈম হাসানের বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন তিনি।
সারা দিনে বাংলাদেশের প্রাপ্তি বলতে তাইজুল ও নাঈমের শিকার করা দুটি উইকেট। তবে বল হাতে কোনো চাপই তৈরি করতে পারেননি সফরকারীরা। দুই দিন শেষে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি শ্রীলঙ্কার হাতে। সামনে লম্বা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে ম্যাচে ফেরার জন্য। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও হতাশাজনক পারফরম্যান্স সব মিলিয়ে চাপে আছে শান্তরা।
এর আগে সকালে আড়াইশ রানও করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। তবে বাকি দুটি উইকেট হারিয়ে মাত্র ২৭ রান যোগ করেই ২৪৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং সোনাল দিনুশা। ২ উইকেট পান বিশ্ব ফার্নান্দো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।