রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১০ উইকেটে জয়ের পর বাংলাদেশের চোখ দ্বিতীয় টেস্টে। আগামী শুক্রবার একই ভেন্যুতে গড়াবে সিরিজের শেষ টেস্ট। পরবর্তী টেস্টে জয়ের চিন্তা নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সফরকারী দল দারুণ ক্রিকেট খেলেছে। স্বাগতিকদের মাটিতে উইকেট চিনতেও ভুল করেনি। দারুণ কম্বিনেশন নিয়ে টস জিতে ফিল্ডিং করেছে। দারুণ পরিকল্পনা মাঠে শতভাগ বাস্তবায়ন করে ঐতিহাসিক এক ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচের জন্য এখন প্রস্তুত তারা।
রবিবার ম্যাচ জয়ের পরই অধিনায়ক শান্ত ঘোষণা দিয়েছেন পরের ম্যাচের লক্ষ্য, ‘পরবর্তী ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ শেষ এবং আমরা খুব উপভোগ করেছি। পরের ম্যাচ কীভাবে জিতবো সেটার জন্য প্রস্তুত হতে হবে। আমরা সবাই বিশ্বাস করি, পরের ম্যাচ আমরা জিততে পারবো। এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। আমরা ম্যাচ জয়ের জন্য চিন্তা করছি না। কিভাবে প্রসেসের মধ্যে দিয়ে যাবো এবং সেশন বাই সেশন চিন্তা করছি। শান্ত থাকা এবং প্রতি সেশন নিয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ।’
দেশের বাইরে বাংলাদেশ অনেকগুলো ম্যাচই জিতেছে। তবে সবগুলোকে ছাড়িয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট। এখন অব্দি সাতটি টেস্ট দেশের বাইরে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালে সর্বপ্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে দুটি টেস্ট জেতে তারা। এরপর ২০১৩ ও ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ জিতেছে। এর বাইরে দুটি বিশেষ জয় আছে সাকিব-মুশফিকদের। একটি বাংলাদেশের শততম টেস্ট। লঙ্কানদের বিপক্ষে ২০১৭ সালে ৪ উইকেটে জিতেছিল। আরেকটি নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন জয় করে ৮ উইকেটের জয়। এবার এলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়।
পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের এই জয় কী বার্তা দিচ্ছে এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ জিততে পারি না। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষের জয়ের পর এবার জিতলাম। যখন এই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা করেছিলাম, তখন বাইরের ম্যাচ কীভাবে জিততে পারি বা ড্র করতে পারি, ঘরের মাঠে জিততে পারি- এই রকম একটা পরিকল্পনা ছিল। আল্লাহ রহমতে ভালো একটা ফল এসেছে।’
শান্ত মনে করেন, পাকিস্তানের বিপক্ষে এই জয় পুরো দলকে আত্মবিশ্বাসী করে তুলবে, ‘এই জয়ের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আরও বাড়বে। দর্শকদের মধ্যেও। আশা তো থাকবে সামনের ম্যাচ, সিরিজগুলোতে কীভাবে আরও ভালো খেলতে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।