সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার (১১ জুন) সকালেই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী ও সমিত সোম। তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন হামজা। তার পাশাপাশি সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বুধবার সকাল পৌনে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের একই ফ্লাইটে ঢাকা ছাড়েন হামজা ও সোম। হামজার গন্তব্য ইংল্যান্ড হলেও সমিত যাবেন কানাডায়। এর আগে ভোর ৪টার দিকে তারা হোটেল ছাড়েন। হামজার বাবা-মা আজই আরেকটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
এদিকে দেশ ছাড়ার আগে হামজা বাংলাদেশের দর্শক-সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হওয়ার কথা বলেছেন। নিজের ফেসবুকে পেইজে দেয়া এক স্ট্যাটাসে হামজা লিখেছেন ‘আমরা যে ফলাফল চেয়েছিলাম তা হয়নি! কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ আমরা সবেমাত্র শুরু করছি এবং ইনশা আল্লাহ আমরা খুব শিগগির যেখানে যেতে চাই সেখানে পৌঁছাবো! ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে তোমাদের সঙ্গে।’
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া হামজা এবারের সফরে বাংলাদেশ দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে মাঠে নেমে একটি গোলও করেছিলেন।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।