বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার বিকেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন শিবলি-রাব্বিরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। সেখান থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যর্থ হয়েছে যুবারা।
বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে হেরেছে সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলটি। তবে আসরে পেস বোলিংয়ে নতুন দিনের আশা দেখিয়েছিলেন মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বর্ষণ ও ইকবাল হোসেন ইমন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।