ঢাকাMonday , 17 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশে পা রেখেই ভারতকে হুংকার দিলেন হামজা

BDKL DESK
March 17, 2025 4:45 pm
Link Copied!

বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম হামজা চৌধুরী। দেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। সেই হামজা অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। নিজ জন্মভূমিতে পা রেখেই তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন।
সোমবার (১৭ মার্চ) পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’

এরপর ভারত ম্যাচ নিয়ে ২৭ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার স্থানীয় সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু।’ (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমোদন পান তিনি। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দলে হামজাকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। মূলত এই ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন তিনি। সব ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায়। পরের দিন বাংলাদেশ দলের অফিসিয়াল সংবাদ সম্মেলন। ২০ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।