ঢাকাMonday , 7 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশের মাটিতে সাকিবের অবসর নিয়ে যে সুসংবাদ দিলেন বিসিবি সভাপতি

BDKL DESK
October 7, 2024 10:36 pm
Link Copied!

কানপুর টেস্টের আগের দিন আচমকা অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। যেখানে তিনি বলেন, টি-টোয়েন্টির শেষ ম্যাচ খেলা হয়ে গেছে সবশেষ বিশ্বকাপে। আর টেস্টের ইতি টানতেন চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে। ওয়ানডে চালিয়ে যাবেন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। সাকিব বিদায়ী মঞ্চ হিসেবে সিরিজটিকে বেছে নিলেও নিরাপত্তা ইস্যুতে তার খেলা হয়ে উঠে অনিশ্চিত। অনেকেই মনে করেন কারপুর টেস্টই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।

তবে সাকিবকে সুসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। দেশের মাটিতে সাকিবের অবসর নেওয়া ইস্যুতে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। সোমবার (৭ অক্টোবর) মিরপুরে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

সাকিবের দেশে ফিরে অবসর নেয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘হ্যাঁ, সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের ভালো সম্ভাবনা আছে দেশে এসে অবসর নেয়ার।’

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে সাকিবকে নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।